শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে চিঠি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। গতকাল সন্ধ্যায় স্পিকারের কার্যালয়ে চিঠি পৌঁছে দেন জাতীয় পার্টির মহাসচিব। ওই চিঠিতে জাতীয় পার্টির ২৬ জন সংসদ সদস্যের মধ্যে বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা রওশন এরশাদ, শাদ এরশাদ ও সেলিম ওসমান ছাড়া সবার স্বাক্ষর রয়েছে।

স্পিকারের কার্যালয় সূত্রে জানা যায় চিঠিতে বিরোধীদলীয় নেতা রওশনকে বাদ দিয়ে জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে অনুরোধ করা হয়। বর্তমানে জিএম কাদের বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন। এই চিঠির মাধ্যমে জাতীয় পার্টিতে বিভক্তি স্পষ্ট হয়ে উঠল।

সর্বশেষ খবর