রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানকে উড়িয়ে সেমিতে বাঘিনী দল

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে উড়িয়ে সেমিতে বাঘিনী দল

সাফ নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে  বাংলাদেশ। এ গ্রুপে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছেন সাবিনা খাতুনরা। গ্রুপ পর্বে পরের ম্যাচে ভারতের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে খেলতে নামবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বাংলাদেশের পাশাপাশি সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারতও।

গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দারুণ ফুটবল খেলে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন মনিকা চাকমা। এরপর ২৮ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সাবিনা খাতুন হ্যাটট্রিক করেন ৩১, ৩৫ ও ৫৯ মিনিটে গোল করে। রিতু চাকমা ৭৭ মিনিটে গোল করে ব্যবধান ৬-০ করেন। দারুণ এ জয়ের পর প্রতিপক্ষ কোচ ও অধিনায়কের প্রশংসা পেলেন সাবিনা খাতুনরা। পাকিস্তানের কোচ আদেল মির্জা সংবাদ সম্মেলনে বলে দিলেন, ‘সম্ভবত এবারের টুর্নামেন্টে সেরা দল বাংলাদেশই।’ বিশেষভাবে সাবিনা খাতুনের প্রশংসা করলেন তিনি। সাফ চ্যাম্পিয়নশিপে এর আগে বাংলাদেশের মেয়েরা ফাইনাল খেলেছে ২০১৬ সালে। সেবার ভারতের কাছে ৩-১ গোলে হেরে যায়।

গতকাল ‘এ’ গ্রুপের অপর ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়েছে ভারত। এর ফলে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও ভারতের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে ১৩ সেপ্টেম্বর।

 

 

সর্বশেষ খবর