বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

কত আসনে ইভিএম নিশ্চিত নই, ভোটের পরিবেশ এখনো সহায়ক নয় : সিইসি

নিজস্ব প্রতিবেদক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকদের এ কথা বলেছেন বাংলাদেশে ইইউর হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের ইতিবাচক মন্তব্যে তারা খুশি। এক প্রশ্নের জবাবে চার্লস হোয়াইটলি বলেন, সবাই একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়। এদিকে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কিছু কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। এ মতপার্থক্য থাকার কারণে নির্বাচনী পরিবেশটা এখনো পুরোপুরি সহায়ক (কনজেনিয়াল) নয়। জাতীয় নির্বাচন প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে রাজনৈতিক মতবিরোধের সুরাহা হবে। বিদ্যমান পরিস্থিতিতে সংসদ নির্বাচনে কত আসনে ইভিএমে ভোট হবে এমন নিশ্চিত সিদ্ধান্তে নির্বাচন কমিশন এখনও পৌঁছাতে পারেনি বলে জানান সিইসি। গতকাল ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতরা এ বৈঠক করেন। ছয় মাস আগে একবার বৈঠক করেছিলেন তারা। এ বছরের শেষে বা আগামী বছর জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। এ লক্ষ্যে রোডম্যাপও ঘোষণা করা হয়েছে। পশ্চিমা প্রতিনিধিরা ভোটের এক বছর বাকি থাকতে সার্বিক প্রস্তুতির কথা জানতে চেয়েছেন সিইসির কাছে। এ সময় নিজেদের প্রস্তুতির অগ্রগতি বিষয়ে প্রতিনিধিদের জানান সিইসি।

গত বছরের জুলাইয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল ইইউ। বিষয়টি উল্লেখ করে চার্লস হোয়াইটলি বলেন, নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তারা নির্বাচনের প্রস্তুতি এবং গত বৈঠকের পর অগ্রগতি সম্পর্কে জেনেছেন। এক প্রশ্নের জবাবে চার্লস হোয়াইটলি জানান, তারা মূলত নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। আরেক প্রশ্নের জবাবে চার্লস হোয়াইটলি বলেন, সবাই একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চান। তারা নির্বাচন কমিশনকে কোনো সুপারিশ করেননি। নির্বাচন কমিশন তাদের কাজ করবে। এর আগে চার্লস হোয়াইটলির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ইইউ প্রতিনিধি দল মূলত নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। তাদের ভোটার তালিকা (ইলেকটোরাল রোল), সংসদীয় আসনের সীমা পুনর্নির্ধারণ সম্পর্কে জানানো হয়েছে। নির্বাচন অংশগ্রহণমূলক করতে ইসির কোনো উদ্যোগ আছে কি না- এ বিষয়গুলো তাদের জানানো হয়েছে। ইসি বর্তমান অবস্থানটা পরিষ্কার করেছে এবং জানিয়েছে যে ইসি প্রস্তুত আছে। রাজনৈতিক সমঝোতার বিষয়ে কোনো পক্ষ থেকে কোনো পরামর্শ এসেছে কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমি যেটা তাদের বলেছি, আমরা নির্বাচন কমিশন থেকে একাধিকবার বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রয়োজন এবং ব্রড ইস্যুতে (বড় বিষয়গুলোয়) তাদের মধ্যে অ্যাগ্রিমেন্টের প্রয়োজন আছে। যাতে নির্বাচনটা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়। সিইসি বলেন, আমরা বলেছি এ আবেদন আমরা প্রথম থেকে করে আসছি, এখনো করে যাচ্ছি। যে মতবিরোধ আছে, সেগুলো রাজনৈতিক ইস্যু। এগুলো আমাদের জন্য ইস্যু নয়। কাজেই সেই পলিটিক্যাল ইস্যুগুলো, যেগুলো ইলেকশনের জন্য অন্তরায় হতে পারে, সেগুলোর সুরাহা রাজনৈতিক নেতাদের করতে হবে। রাজনৈতিক নেতাদের সেটা অনুধাবন করতে হবে, বুঝতে হবে। তাঁদেরই সেটার নিরাময় করতে হবে। তাহলেই নির্বাচন প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণমূলক হবে, সুন্দর ও সুষ্ঠু হবে। নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কিছু কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। এ মতপার্থক্য থাকার কারণে নির্বাচনী পরিবেশটা এখনো পুরোপুরি সহায়ক (কনজেনিয়াল) নয়।’ সিইসি বলেন, ‘আমরা আশা করি অচিরেই মতপার্থক্য দূর হয়ে যাবে। শেষমেশ সব দল নির্বাচনে আসবে, আমরা এ আশাবাদ ব্যক্ত করেছি। তবে এ বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারিনি। আমরা বলেছি, যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয়, তাহলে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই লক্ষ্যে আমাদের পুরো প্রস্তুতি রয়েছে।’ সিইসি বলেন, ‘ইভিএম সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল যে ইভিএম নিয়ে অবিশ্বাস আছে কি না। বলেছি ইভিএম নিয়ে যে অবিশ্বাস ছিল, তা অনেকটা কেটে গিয়েছিল। তবে এটাও জানিয়েছি যে ইভিএম নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। কারণ আদৌ ইভিএম পর্যাপ্ত হবে কি না। কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারব, এ বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আমরা উপনীত হইনি।’ আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আগের মতো ইসির পক্ষ থেকে কোনো অন্তরায় থাকবে না। বিদেশি পর্যবেক্ষকদের জন্য ইসির নীতিমালা আছে। তারা আবেদন করলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। কারণ বিষয়টি দ্বিপক্ষীয়ভাবে সুরাহা হতে হবে। কিন্তু ইসি এতটুকু বলেছে, ইসির তরফ থেকে কোনো অন্তরায় থাকবে না।

সর্বশেষ খবর