বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সীমান্তে হত্যা বন্ধে সক্ষম হব

লালমনিরহাট প্রতিনিধি

সীমান্তে হত্যা বন্ধে সক্ষম হব

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের সবারই লক্ষ্য সীমান্ত হত্যা বন্ধ করা, কিন্তু হচ্ছে না। এটা নিয়ে বিজিবি ও বিএসএফ প্রতিনিয়ত বসে থাকে। তিনি বলেন, আমাদের সঙ্গে কথা ছিল তারা সীমান্ত হত্যা করবে না, কিন্তু তারা তা করছে। আমি মনে করি আমরা একপর্যায়ে এটা বন্ধ করতে সক্ষম হব। গতকাল দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী নামক তিস্তা ব্যারাজসংলগ্ন এলাকায় র‌্যাব-১৩-এর আয়োজনে প্রায় ৬ হাজার গরিব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মোতাহার হোসাইন, র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল মো. কামরুল হাসান প্রমুখ। মাদক নিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেশে মাদক তৈরি করি না। সর্বনাশা মাদক যেটাকে বলি ইয়াবা আইস এবং এলএসডি সব আসে মিয়ানমার থেকে। এ বিষয়গুলো নিয়ে মিয়ানমারের সঙ্গে কথা হচ্ছে, তারা এগুলো বন্ধের চেষ্টা করছে। মাদক বন্ধ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। বিজিবিকেও আরও শক্তিশালী করা হচ্ছে। মন্ত্রী বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশেদাঁড়াতে আন্তরিক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তার পানিপ্রবাহ না থাকলেও এ অঞ্চলে যাতে চাষাবাদ ও ফসল হয় এজন্য আমাদের প্রধানমন্ত্রী যা যা করার তা-ই করছেন। আশা করি খুব দ্রুতই তিস্তার পানি সমস্যার সমাধান হবে। তিনি বলেন, আমাদের দেশে একসময় জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছিল। আজ সেই জঙ্গিবাদ নেই।

সর্বশেষ খবর