অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী বাজেটটা আমরা মোটামুটি বাস্তবায়ন করব। বিরাট গ্যাপ নিয়ে করব না। ব্যাংক থেকে ধার করে কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না। তিনি বলেন, কিছুটা তো ডেফিসিট (ঘাটতি) থাকবে। তা পূরণে আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সঙ্গে নেগোশিয়েট করছি। প্রজেক্টের ব্যাপারে কথা বলছি। মোটামুটি সাকসেসফুল। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, নতুন বাজেটে প্রকল্প ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন করব অত্যন্ত বাস্তবভিত্তিতে। মেগা প্রজেক্ট নিয়ে ধার করে কিংবা ডেফিসিট দিয়ে করব না। জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না। এরই মধ্যে রাজস্ব আদায় গতবারের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না। আমি আরও আশা করছি। গতবারের তুলনায় কম হবে না।