মাছবোঝাই একটি পিকআপ উল্টে গিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে সব মাছ ভেসে যায়। এ ঘটনা জানতে পেরে মাছ নিতে খাদে নেমে পড়েন স্থানীয়রা।
শুক্রবার ভোরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের যদুরদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় পিকআপে থাকা কয়েক লাখ টাকার মাছ ধরে নিয়ে যান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে একটি পিকআপে করে বৃহস্পতিবার রাতে পাবদা মাছ নিয়ে ভাঙ্গার উদ্দেশ্যে রওয়ানা দেয় কয়েকজন মাছ ব্যবসায়ী। পথিমধ্যে যদুরদিয়া এলাকায় পৌঁছালে পিকআটি উল্টে মহাসড়কের পশ্চিম পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে করে পিকআপে থাকা বেশীর ভাগ মাছ ভেসে যায়। এ সময় স্থানীয়রা খবর পেয়ে মাছ ধরে নিতে খাদে নেমে পড়ে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধরা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ গামছা দিয়ে আবার কেউ খালি হাতে মাছ ধরেন। মাছ ধরার এমন দৃশ্য রাস্তার দাঁড়িয়ে অবলোকন করেন অনেকেই। কেউ কেউ আবার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে আশপাশের এলাকা থেকে অনেকেই মাছ ধরতে আসেন।
ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত চলে মাছ ধরার উৎসব। অনেকেই ৫ থেকে ১০ কেজি পর্যন্ত মাছ পেয়েছেন বলে জানান।
স্থানীয় খুসবুর শেখ জানান, খবর পেয়ে তিনি সকালে মাছ ধরতে এসে পানিতে নেমেছিলেন, কিন্তু তেমন মাছ পাননি। তার আসার আগেই সব মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে।
আমিরুল ও নয়ন কাজী নামের দুই যুবক জানান, তারা মাছ ধরা দেখতে এসেছিলেন। অনেকেই মাছ ধরে বাড়ি নিয়ে গেছেন। ২০-৩০ জন খাদের পানিতে নেমে মাছ ধরেন বলে তারা জানান।
নগরকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর জেনেছি। তবে হতাহতের ঘটনা ঘটেনি। আর কেউ এ বিষয়ে অভিযোগও দেয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত