বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দেশব্যাপী বিএনপির সমাবেশ আজ, মাঠে আওয়ামী লীগও

নিজস্ব প্রতিবেদক

আজ ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। ১০ দফা দাবিতে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি এটি। ঢাকায় সমাবেশ হবে আটটি স্থানে। পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীতে দুটি স্থানে পৃথক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অন্যদিকে বনানী মডেল স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। উভয় কর্মসূচিতে প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক                পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকেই রাজধানীতে সক্রিয় থাকবে। বিভাগীয় ও জেলা শহরে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ।

বিএনপি : আজ সারা দেশে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে আগামী ৪ ফেব্রুয়ারি সব মহানগর ও জেলায় আবারও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। নতুন কর্মসূচি প্রসঙ্গে বিএনপির সিনিয়র একজন নীতিনির্ধারক বাংলাদেশ প্রতিদিনকে জানান, ৪ ফেব্রুয়ারি দেশব্যাপী মহানগর ও জেলায় ফের বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ দফার পাশাপাশি বিএনপিসহ সমমনাদের কর্মসূচির দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিরোধী দলের ওপর হামলা ও পুলিশের জুলুম-নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হবে। এর সঙ্গে গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টিও যুক্ত করা হতে পারে। আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে এতে সভাপতিত্ব করবেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, তাদের ১১ জন সিনিয়র নেতা ঢাকার বাইরে ১১টি মহানগরে যাচ্ছেন। তারা সেসব স্থানের সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।  এর মধ্যে বরিশালে গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ টুকু, গাজীপুরে বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় মো. শাহজাহান, সিলেটে ডা. এ জেড এম জাহিদ হোসেন, ময়মনসিংহে শামসুজ্জামান দুদু, রংপুরে আহমেদ আজম খান, খুলনায় নিতাই রায় চৌধুরী, নারায়ণগঞ্জে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ফরিদপুরে হাবিব উন নবী খান সোহেল যাবেন। বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বিকাল ৩টায় বিজয়নগর পানির ট্যাংকের নিচে তারা সমাবেশ করবেন। কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ করবে এলডিপি। এ ছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে। বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে মতিঝিলের আরামবাগে সমাবেশ করবে। এ ছাড়া সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান জানান, বুধবার বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে তাদের সমাবেশ হবে।

আওয়ামী লীগ : জনগণের জানমালের ‘নিরাপত্তায়’ পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ। সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকালে বনানী মডেল স্কুল মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এখানেও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন।

এ ছাড়া দেশব্যাপী জেলা ও মহানগর আওয়ামী লীগ, দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন পৃথক কর্মসূচি নিয়ে সকাল থেকেই মাঠে থাকবে। পাড়া-মহল্লায় সতর্ক অবস্থান নেবে সংগঠনের নেতা-কর্মীরা। মূলত বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক পাহারায় থাকবে তারা। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে বাধা দেবে না ক্ষমতাসীন দলটির নেতারা। যদি নৈরাজ্য-নাশকতা করে তাহলে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানা গেছে।

সর্বশেষ খবর