শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জিতলে স্যার ডাকতে হবে, তাই হারিয়ে দেওয়া হয়েছে : হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে বগুড়া-৪ আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে তিনি উচ্চআদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। এ সময় তিনি বলেন, কিছু শিক্ষিত লোক আমাকে মেনে নিতে চায় না। তারা ভাবে আমি পাস করলে সম্মান যাবে। আমাকে স্যার ডাকতে হবে। এসব কারণে আমাকে জিততে দেওয়া হয়নি। গতকাল সংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। হিরো আলম আরও বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু দেখেছি। কিন্তু ফলাফলের জায়গায় গণ্ডগোল করে ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এসব অনিয়মের বিষয়ে এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দেইনি। তবে ফলাফলের বিরুদ্ধে আদালতে যাব। ১০টি কেন্দ্রের ভোট গণনা বাদ দিয়েই ফলাফল দিয়েছে প্রশাসন। এই কেন্দ্রগুলোয় কত ভোট পেয়েছি তা জানানো হয়নি আমাকে। তিনি বলেন, প্রার্থীও হয়েছিলেন হাই কোর্টের রায়ে। আর এবার হাই কোর্টের রায়ে ফলাফল নিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, সবাই বলেছেন আপনি পাস করেছেন। ভোটাররাও ভোট দিয়েছেন। আমার এত ভোট গেল কই? ফলাফল ঘোষণা হওয়ার আগেই আওয়ামী লীগের লোকজন বলেছে মশাল জিতে গেছে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আওয়ামী লীগের লোকজনও আমাকে ভোট দিয়েছেন। দল নয় আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। ওই ভোটগুলো গেল কই?

 

সর্বশেষ খবর