মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা
টি-২০ সিরিজ

আইরিশদের গুঁড়িয়ে জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

আইরিশদের গুঁড়িয়ে জয় বাংলাদেশের

তাসকিনের ক্যারিশম্যাটিক বোলিংয়েই বিধ্বস্ত হয় আইরিশরা -এএফপি

টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাকিবের দল জয় পায় ২২ রানে। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের বিস্ফোরক ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। ১৯.২ ওভারে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করার পর বৃষ্টি শুরু হয়। ২ ঘণ্টা পর যখন খেলা শুরু হয় তখন ডার্কওয়ার্থ/লুইস পদ্ধতিতে আইরিশদের টার্গেট হয় ৮ ওভারে ১০৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে তাসকিন আহমেদের ক্যারিশম্যাটিক বোলিংয়ে ৮১ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। মাত্র ১৬ রানে ৪ উইকেট নেন এই টাইগার গতিতারকা।

আকাশ মেঘলা দেখে গতকাল টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। বাইশগজে গিয়ে স্বাগতিক দলের দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার যেন ঝড় তোলেন। পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে বিনা উইকেটে বাংলাদেশ ৮১ রান করে। টি-২০তে প্রথম ছয় ওভারে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড এটি। এর আগে পাওয়ার প্লেতে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৬ রান ছিল সর্বোচ্চ। ৩৮ বলে ৬৭ রানের ক্যারিশম্যাটিক ইনিংস খেলেন রনি তালুকদার। তার ইনিংসে ছিল সাতটি বাউন্ডারির সঙ্গে তিনটি বিশাল ছক্কার মার। গতকাল মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন রনি। আরেক ওপেনার লিটন ছিলেন আরও ভয়ংকর। হাফ সেঞ্চুরি না হলেও মাত্র ২৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন, চারটি চারের সঙ্গে তিনটি ছক্কা। গতকাল দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার দারুণ সুযোগ ছিল। আর মাত্র ৯ রান করলেই ২১৫ রানের রেকর্ড ভেঙে ফেলতে পারত বাংলাদেশ। চারটি বলও ছিল। কিন্তু বেরশিক বৃষ্টি রেকর্ড গড়তে দেয়নি। ২০৭ রানে থেমে থাকতে হয় বাংলাদেশকে। বৃষ্টির পর ৪৮ বলে ১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। প্রথম দুই ওভারে ৩২ রান নিয়ে টাইগারদের যেন চমকে দিয়েছিলেন আইরিশরা। তিন্তু তৃতীয় ও চতুর্থ ওভারে ক্যারিশম্যাটিক দুটি ওভার করেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি সফরকারীরা। ম্যাচসেরা বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান বলেন, ‘টি-২০ ক্রিকেটে আমাদের দরকার ছিল অলরাউন্ড পারফরম্যান্স। বৃষ্টির পর আমরা বুঝতে পারিনি উইকেট কেমন আচরণ করবে! তাদের শুরুটা খুবই ভালো ছিল। কিন্তু আমাদের বোলাররা এতই চমৎকার বোলিং করেছেন যে কোনো সমস্যায় পড়তে হয়নি।’

সর্বশেষ খবর