বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনারা নয়, দেশের জনগণ ঠিক করবে বর্তমান সরকারের মেয়াদ কতদিন। গতকাল দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ওলামা লীগের প্রথম সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের মির্জা ফখরুলের প্রতি প্রশ্ন রেখে বলেন, বর্তমান সরকারের সময় কবে নাগাদ শেষ হচ্ছে। সময়টা কত, কত দিন আর সময় পাব, দিনক্ষণটা একটু বলুন। বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে উঠবে, নাকি ঠাকুরগাঁও থেকে আসবে? তিনি বলেন, ‘ফখরুল সাহেব, কবে সময় শেষ? আর নাকি সময় দেবেন না, তো বলেন না কেন? ক্ষণ-তারিখ বলেন, সময় বলেন। আমরাও একটু তৈয়ার হই। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এই সরকারের সময় কত, এটা জানেন মহান সৃষ্টিকর্তা। এই সরকারের সময় কত এটা জানে এই দেশের জনগণ। এই সরকারের সময় পরিবর্তন হবে কি না, সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ এবং আল্লাহপাক।