প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা ওচহোয়া ডি চিনচিত্রু। গতকাল সুপ্রিম কোর্টে এসে তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগ এর স্বাধীনতা নিশ্চিতকরণে বাংলাদেশের প্রধান বিচারপতি নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন স্পেনের রাষ্ট্রদূত। সুপ্রিম কোর্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশলতা বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও স্পেনের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। স্পেন রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে স্পেন সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে অবহিত করেন তিনি। বিশেষ করে, বিচার বিভাগের আধুনিকায়নে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্পেনের রাষ্ট্রদূতকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান বিচারপতি। এছাড়া বিচার বিভাগের আধুনিকায়ন ও বিচার বিভাগ পৃথকীকরণের প্রাতিষ্ঠানিকীকরণে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
শিরোনাম
- এবার আড়াই হাজার অপরাধীর সাজা মওকুফ করলেন বাইডেন
- ছাত্র ইউনিয়ন সভাপতির ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি
- বাকেরগঞ্জে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
- বরিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মুন্সীগঞ্জে দুই মাদক বিক্রেতা আটক
- বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চলবে : শফিকুর রহমান
- ব্যালন ডি'অর জয়ী কিংবদন্তী ফুটবলার ডেনিস ল আর নেই
- সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী মনির গ্রেফতার
- খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের
- টানা ৮ জয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে রংপুর
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেল চালক নিহত
- বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে পরিবহন শ্রমিক নেতা আহত
- খুশদিলের তাণ্ডব: শেষ ৩৬ বলে ৮১ রংপুরের
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
- অ্যালেক্সায় এআই
- মালপত্র মেপে না দেওয়ায় ৩ ভাইসহ ৪ জনকে কুপিয়ে জখম
- ফেসবুক প্রোফাইলে যেভাবে মিউজিক যুক্ত করবেন
- বিদেশিরা পারফরম্যান্স না করায় দলের এমন অবস্থা: সিলেট অধিনায়ক
- সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২
- শ্বাসকষ্ট অতঃপর ইনহেলার, তবুও জোকোভিচ লড়লেন এবং জিতলেন