পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আরও সাতজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ আল মামুন দুদকের পক্ষে এই সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করেন। গতকাল এই মামলায় সাক্ষ্য দিয়েছেন রাজউকের উপপরিচালক মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল, সহকারী পরিচালক উল্লাস চৌধুরী ও সৌরভ দাস এবং দুদকের সহকারী পরিচালক ধীরাজ চন্দ্র বর্মণ, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান ও অফিস সহকারী শফিকুল ইসলাম। দুদকের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে গণপূর্ত মন্ত্রণালয়, রাজউকের মামলা-সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র আদালতের কাছে জমা দেওয়া হয়েছে।
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক ছয় মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে গত ৩১ জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) রয়েছেন।