মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা
প্রেসক্রিপশন

মুখ ও দাঁতের যত্ন

স্বাস্থ্য ডেস্ক

দেহের এ ইমুইন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহকে বাইরের রোগজীবাণু থেকে রক্ষা করে। তবে এ প্রতিরোধ ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে। যেমন দেহের অন্যান্য রোগ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, শরীরে কৃত্রিমভাবে স্থাপিত অঙ্গসমূহের জন্য নিয়মিত ওষুধ গ্রহণ অথবা ক্যান্সার রোগীদের জন্য নিয়মিত গ্রহণ করা কেমোথেরাপি ইত্যাদি। তা ছাড়া দেহের অন্যান্য রোগের জন্য গ্রহণ করা নিয়মিত ওষুধ যেমন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ, হাঁপানি, পেট বা হার্টের অসুস্থতা ইত্যাদি। এই সমস্ত রোগের বেশিরভাগই ওঠে মুখের ভিতরে পরিশেষে শুকিয়ে শুষ্ক করে দেয়, ফলে দেখা দেয় ডিহাইড্রেশন বা যাকে বলা হয় ড্রাই মাউথ। মুখের এই শুষ্কতার জন্য দেখা দেয় নানা রোগ। যেমন ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয় সেই সঙ্গে জীবানু বা ব্যাকটেরিয়া বিস্তারও ঘটে। এর ফলে মুখের স্বাদ বা টেস্ট (tast) নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডেন্টিস্ট বা দন্তরোগ বিশেষজ্ঞ মুখ পরীক্ষা করার সময় এমন অনেক রোগ ও শনাক্ত করেন। যেসব রোগের উপস্থিতি রোগী নিজেরাও বুঝতে পারে না। এসব লক্ষণ দেখা দেওয়া মাত্র ডেন্টিস্ট কখনোবা অন্যান্য মেডিকেল বিশেষজ্ঞের কাছেও রেফার করেন। কারণ দেহের অনেক রোগই মুখের ভিতরে প্রাথমিক সমস্যা হিসেবে দেখা দেয়। যাদের দীর্ঘস্থায়ী রোগ বা সারাজীবনের রোগ আছে যেমন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ তাদের অবশ্যই নিয়মিতভাবে মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞের কাছে পরীক্ষা করা প্রয়োজন। কারণ মুখের অনেক সমস্যাই দেহের অন্যান্য রোগকে নিয়ন্ত্রণে রাখতে বা সুস্থ রাখতে অসুবিধার সৃষ্টি করে।  গবেষকরা ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে, মুখের ভিতরে মাড়ির রোগ দেহের অন্যান্য রোগ সৃষ্টির প্রধান কারণ হতে পারে। এসব রোগের মধ্যে হৃদরোগ এবং কম ওজনের শিশু বা সবাই শিশু ভূমিষ্ঠ হওয়া অন্যতম। শরীরের সঙ্গে মনের সম্পর্ক সম্বন্ধ নিয়ে আমরা হয়ত অনেককিছুই জানি। কিন্তু মুখের সঙ্গে শরীরের সম্পর্ক নিয়ে কতটুকু জানি। অনেকের কাছে ডেন্টাল ক্লিনিকে আসা মানেই হচ্ছে দাঁত ও মাড়ি পরিষ্কার করা, দাঁত তুলে ফেলা অথবা দাঁতের ফিলিং করা। তবে ডেন্টাল ক্লিনিকে বা হাসপাতালে যাওয়া শুধু দাঁতের জন্যই নয়। এটা সম্পূর্ণ দেহের জন্য। কারণ যা কিছু মুখে ঘটুক না কেন তার প্রভাব দেহের ওপরও পড়ে। অনুরূপভাবে দেহের যে কোনো অঙ্গ রোগাক্রান্ত হলে তার প্রভাব ও মুখের ওপর আসে। মুখের স্বাস্থ্য ভালো না থাকলে বা রোগাক্রান্ত থাকলে দেহের প্রধান অঙ্গ-প্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর