হিজবুল মুজাহিদ্দিনের স্বঘোষিত কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের মূল্য দিচ্ছেন রাজ্যে অবস্থানরত পর্যটকরা। রক্তক্ষয়ী ওই সংঘর্ষের পর রাজ্য ছাড়তে এখন ব্যস্ত পর্যটকরা। তবে এক্ষেত্রেও সমস্যা আছে।
ভারতীয় বাংলা দৈনিক আজকাল জানিয়েছে, কাশ্মির বিমানবন্দরের বাইরে পর্যটকদের এখন লম্বা লাইন। জরুটি টিকিট কেটে তারা বাড়ি ফিরতে চান। টিকিটের চাহিদা তুঙ্গে থাকায়, দামও চড়া। যাত্রী পিছু ২০ হাজার রুপিতে মিলছে জরুরি বিমানের টিকিট।
এদিকে, কাশ্মীর উপত্যকায় জারি রয়েছে জরুরি অবস্থা। তাই এখন বিমানবন্দরেই আশ্রয় নিতে হচ্ছে পর্যটকদের। আবার অবস্থা সামাল দিতে বন্দরের গেট পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৬/মাহবুব