দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শনিবার ডুবতে যাওয়া মাছ ধরার নৌকা থেকে ছয় জনকে উদ্ধার করেছে জার্মানির একটি প্রমোদতরী।
নিউজিল্যান্ডের উদ্ধার কর্তৃপক্ষ জানায়, জেলেদেরকে টোঙ্গা থেকে ৪শ’ কি.মি. দূরে পাওয়া যায়। নিউজিল্যান্ডের এয়ার ফোর্স ওরিঅন জেলেদের নৌকাটি শনাক্ত করে। তিন দিন আগে ওই জেলেদের খাবার পানি ফুরিয়ে গিয়েছিল।
জেলে নৌকাটি শনাক্ত করার পর জার্মানির প্রমোদতরী আলবাট্রাসকে পথ ঘুরিয়ে সেখানে যাওয়ার অনুরোধ করা হয়। প্রমোদতরীটি ঘটনাস্থলে পৌঁছাতে নয় ঘন্টা সময় নিয়েছিল। প্রমোদতরীটি যখন সেখানে পৌঁছায় তখন নৌকাটি প্রায় ডুবতে বসেছিল।
নিউজিল্যান্ডের উদ্ধার ও অনুসন্ধান সমন্বয়ক রামন ডেভিস বলেন, প্রমোদতরীটি ঘটনাস্থলে পৌঁছালে জেলেরা লাফ দিয়ে দিয়ে এতে উঠে পড়ে। তাদের অবস্থা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ