বসবাসের ক্ষেত্রে এবং কর্মস্থলে আইন ভঙ্গ করায় গত চার মাসে ৩৯ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করেছে সৌদি আরব। দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কর্মকাণ্ডের সঙ্গে পাকিস্তানিরা জড়িয়ে পড়ায় সৌদি নাগরিকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পাকিস্তানিদের বিরুদ্ধে মাদক পাচার, চুরি, জালিয়াতি এবং যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ পাওয়া যাচ্ছে।
এ প্রেক্ষিতে সৌদির শূরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল সাদৌন পাকিস্তানিদের কাজে নেয়ার আগে যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়েছেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই মুহূর্তে তারা সন্ত্রাসী এবং নিরাপত্তা স্বার্থে আরও ৮২ পাকিস্তানিকে সন্দেহ করছেন। এরা বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এছাড়া জেদ্দার আল নাসিম এবং আল হারাজাত জেলায় সন্ত্রাসী অভিযানের কারণে এক নারীসহ ১৫ পাকিস্তানিকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা