নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাবের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একই সঙ্গে আব্দুল মজিদ সরকারের সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, দলের যে পর্যায়ের নেতাই হোন না কেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/কেএ