শরীয়তপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাটিতে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম। আগের ডিসিকে প্রত্যাহারের দুই সপ্তাহ পর জেলাটি নতুন ডিসি পেল।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে মাঠ প্রশাসন-২ শাখা এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তাহসিনা বেগমকে শরীয়তপুর জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিডি প্রতিদিন/একেএ