কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনেকবার জয়ের সাফল্যে উদ্ভাসিত হয়েছে টাইগাররা। ২০১৮ সালে তিন জাতির নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। জিততে শেষ ওভারের শেষ ২ বলে দরকার ছিল ৬ রান। ওভারের পঞ্চম বলে উদানাকে কাভারে উড়িয়ে ছক্কা হাঁকিয়ে টাইগারদের অবিশ্বাস্য জয় উপহার দিয়েছিলেন মাহমুদুল্লøাহ রিয়াদ। মাহমুদুল্লাহর ছক্কা হাঁকানো জয়ের ভেন্যুতে লিটন বাহিনী আজ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত ফাইনালে মুখোমুখি হচ্ছেন। ৩ ম্যাচ টি-২০ সিরিজে দুই দল একটি করে ম্যাচ জিতেছে। ফলে প্রেমাদাসার ম্যাচটির সমীকরণ এখন সিরিজ নির্ধারণীতে রূপ নিয়েছে। প্রেমাদাসা বলেই হয়তো স্বপ্ন দেখছেন টাইগার সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টাইগার সহকারী কোচের বিশ্বাস ডাম্বুলায় পাওয়া মোমেন্টামে ক্রিকেটাররা আত্মবিশ্বাসী ক্রিকেট খেলবে প্রেমাদাসায়, ‘শেষ ম্যাচ ছেলেরা যেভাবে খেলেছে, দল একটা ভালো মোমেন্টাম পেয়েছে। সবাই আত্মবিশ্বাসী হয়েছে। আশা করছি এখানে (প্রেমাদাসায়) আমরা ভালো করব।’ সিরিজের প্রথম ম্যাচ পাল্লেকেলেতে লিটন বাহিনী হেরেছিল। ডাম্বুলার রাঙগিরি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি টাইগাররা জিতে নেয় ৮৩ রানের রেকর্ড ব্যবধানে। ব্যাটিং ও বোলিংয়ের অলরাউন্ডিং পারফরম্যান্সে স্বাগতিকদের ৯৪ রানে গুটিয়ে দেন লিটনরা।
দুই দেশের ১৯ টি-২০ ম্যাচে বাংলাদেশের জয় ৭ এবং শ্রীলঙ্কার ১২টি। অবশ্য প্রেমাদাসায় টাইগারদের সাফল্যের হার বেশি। এই মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৪ ম্যাচে টাইগারদের জয় ৩টি। সাফল্য ৭৫ শতাংশ। এই মাঠে মোট ম্যাচ খেলেছে ৭টি। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের সবগুলো হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আবার এই মাঠে নিজেদের টি-২০ ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও রয়েছে টাইগারদের। নিদাহাস ট্রফিতে স্বাগতিকদের ৬ উইকেটে ২১৪ রান টপকেছিল টাইগাররা ২ বল হাতে রেখে। ম্যাচ জেতানোর নায়ক ছিলেন মুশফিকুর রহিম। খেলেছিলেন ৭২ রানের অপরাজিত ইনিংস। দুই দুটি অবিশ্বাস্য জয়ের ভেন্যুতে আজ একাদশে পরিবর্তনের সুযোগ নেই বলেন সহকারী কোচ সালাউদ্দিন, ‘একাদশে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। কারণ একাদশের বাইরেও তেমন কেউ নেই। আগের ম্যাচে যে পরিকল্পনায় খেলেছি, সেভাবেই খেলার চেষ্টা করব। যদি আপার ও মিডল অর্ডার ভালো করে, তাহলে ভালো সুযোগ থাকবে। আমাদের যে শক্তি রয়েছে, সেটা নিয়েই খেলব।’
ডাম্বুলায় ৮৩ রানের জয়ের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক লিটন ও শামীম হোসেন পাটোয়ারী। টাইগার অধিনায়ক ১৩ ম্যাচ পর হাফ সেঞ্চুরি করেন। ৭৬ রানের ম্যাচসেরা ইনিংসটি খেলেছিলেন ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায়। শামীম ৪৮ রানের ইনিংসটি খেলেছিলেন ২৭ বলে। টাইগার সহকারী অধিনায়ক চান জাকির ও শামীম যেন ম্যাচ ফিনিস করেন, ‘আমরা চাই জাকির ও শামীম যেন ফিনিস করে। আগের ম্যাচে শামীম নিজেকে প্রমাণ করেছে। তাকে যে কোনো অবস্থানে নামানো হলেই সে বড় ইনিংস খেলতে পারে।’
শ্রীলঙ্কা সফরে এখন পর্যন্ত টাইগারদের সেঞ্চুরি ৩টি, হাফ সেঞ্চুরি ৬টি। ব্যাটারদের এমন ব্যাটিং পারফরম্যান্সে ভীষণভাবে সমালোচিত হচ্ছেন টাইগার সহকারী কোচ সালাউদ্দিন। তাঁর ব্যর্থতায় বিসিবি একজন বিশ্বমানের ব্যাটিং কোচ খুঁজছে বলেও জানা গেছে। নতুন কোচের সমাধান এবং তাঁর সমালোচনায় সালাউদ্দিন বলেন, ‘আমি কোচ। আমাকে যদি বলা হয় অনূর্ধ্ব-১৩ দলে গিয়ে কোচিং করাও, আমি কিছু মনে করব না। আমার ওখানে লেখা নেই যে আমি শুধু জাতীয় দলেরই কোচ। এগুলো নিয়ে আমার কোনো ইগোর সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না। কেউ যদি আসেও (ব্যাটিং কোচ), সেটিতে যেন দলের ভালো হয়।’ অভিমানে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দল আমার বাপদাদার সম্পত্তি নয়। ভালো না করলে এখানে সমালোচনা হবেই। এটা আমাকে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি আমার দলের জন্য শতভাগ দিচ্ছি কি না, সৎ কি না, সেটিই আমার কাছে মুখ্য বিষয়।’