আইনশৃঙ্খলার অবনতি দেশকে অস্থিতিশীল করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবারো একই স্থানে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বাবুল সারেং। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামুসহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল