গায়ানায় গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে টানা দুই জয়ে ফের ফাইনালের পথে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আজ সাকিবদের হারালেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশের প্রতিনিধিরা। বর্তমান শিরোপাধারী হিসেবে নুরুল হাসান সোহানদের চ্যালেঞ্জটা বেশি থাকবে, সেটা ধরেই মাঠে নামে তারা। সেই চ্যালেঞ্জের অংশ হিসেবেই প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচেই স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও হোবার্ট হারিকেন্সের বিপক্ষে দারুণ জয় পেয়েছে রংপুর রাইডার্স। এর মধ্য দিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা। টেবিলের শীর্ষে রয়েছে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে সমান পয়েন্ট স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আর একটি ম্যাচ জিততে পারলেই টানা দ্বিতীয় আসরের ফাইনালে উঠবে সোহান-মায়ার্স-ইফতেখারের দল। রাত ৮টায় প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের প্রতিপক্ষ স্বদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। সাকিবকে নিয়েই দল ঘোষণার কথা ছিল রংপুরের। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই গায়ানায় খেলতে যায় সোহান-সৌম্যরা।
সাকিব ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরির সঙ্গে চার উইকেট নিয়ে হন ম্যাচসেরা। পরের দুই ম্যাচে আর জ্বলে উঠতে পারেননি তিনি। তার দল হেরেছে হোবার্ট হারিকেন্স ও গায়ানা অ্যামাজনের কাছে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারান সোহানরা। দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের বতর্মান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের চ্যাম্পিয়ন দল হোবার্ট হারিকেন্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর ১ রানে হারিয়েছে হারিকেন্সকে। শেষ বল পর্যন্ত গড়ায় এ নাটকীয় ম্যাচটি। দুই ম্যাচেই বাংলাদেশি পেসার খালেদ আহমেদ ছিলেন উজ্জ্বল। ম্যাচ দুটিতে ৪টি করে উইকেট নিয়ে দলের জয়ের নায়ক হন ম্যাচসেরা।