প্রথম ইনিংসে খুব একটা ভালো করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে উঠলেন আর্চি ভন। আরও একবার ৬ উইকেট নিয়ে দারুণ কীর্তি স্পর্শ করলেন ১৯ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডার। এমন কীর্তি গড়ে নাম লেখালেন কিংবদন্তিদের পাশে।
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি এই স্বাদ পেয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম যুব টেস্টে।
বেকেনহ্যামে এই ম্যাচে প্রথম ইনিংসে আর্চি ২ উইকেট নিতে পারেন ১৭ ওভারে ১০৮ রান দিয়ে। ভারত করে ৫৪০ রান। মঙ্গলবার (১৫ জুলাই) দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ২৪৮ রানে গুটিয়ে দিতে ২৫ ওভারে ৮৪ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। ৪টি যুব টেস্ট খেলে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৬ উইকেটের স্বাদ পেলেন আর্চি।
গত ফেব্রুয়ারিতে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়ে ১৬ ওভারে স্রেফ ১৯ রান দিয়ে ৬ ব্যাটসম্যানকে আউট করেছিলেন তিনি, সেটিও ছিল দ্বিতীয় ইনিংসে।
ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আর্চির আগে যুব টেস্টে দুইবার ইনিংসে ৬ উইকেট নিতে পারেন কেবল গ্রায়েম সোয়ান, যিনি পরে হয়ে ওঠেন ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম অফ স্পিনার। ১৯৯৮ সালের অগাস্টে সোয়ান পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি যুব টেস্টে ৪৬ রানে ৬টি ও ১১৮ রানে ৮টি উইকেট নিয়েছিলেন।
যুব টেস্টে সর্বোচ্চ তিনবার ইনিংসে ৬ উইকেটের কীর্তি পাকিস্তানের আব্দুল রাজ্জাকের। আর্চির মতো দুইবার করে এই স্বাদ পেয়েছেন আরও ১০ জন। যেখানে আছেন নারেন্দ্র হিরওয়ানি, রাভি শাস্ত্রি, মুশতাক আহমেদ, সাকলাইন মুশতাক, রাশিদ খান, টিম সাউদির মতো ক্রিকেটাররা।
বাবার মতো আর্চিও টপ অর্ডার ব্যাটসম্যান। সঙ্গে করতে পারেন অফ স্পিন। ভারতের বিপক্ষে প্রথম যুব টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসে অবশ্য ভালো করতে পারেননি এই ওপেনার (২ ও ৩)।
গত বছরের মে মাসে সমারসেটের সঙ্গে ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তি করে আলোচনায় আসেন আর্চি। এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৪৫ রান করার পাশাপাশি হাত ঘুরিয়ে তার উইকেট ২২টি। গত সেপ্টেম্বরে সারের বিপক্ষে দুই ইনিংসেই পান পাঁচ উইকেটের স্বাদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ