রাজবাড়ীতে পদ্মা নদীর দুটি ইলিশ সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল সকালে স্থানীয় আনু খাঁয়ের আড়তে তিন কেজি ১০০ গ্রামের ইলিশ দুটি বিক্রি হয়। জানা গেছে, দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে কয়েকটি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে বড় দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার ৫০০ টাকা দরে ১৩ হাজার ৯৫০ টাকায় কেনেন ফেরিঘাটের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ। পরে তিনি এক ক্রেতার কাছে ৪ হাজার ৬৫০ টাকা কেজি দরে ১৪ হাজার ৪১৫ টাকায় বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, নদীর নাব্যের সংকট, জলবায়ু পরিবর্তন এবং পানি দূষণের কারণে ইলিশের বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছে। যে কারণে ইলিশের দাম বাড়ছে।