চাঁদপুর জেলা জজ আদালতে একটি মামলার শুনানিকালে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান আব্দুল মান্নান খান (মহিন) নামে আইনজীবী।
সেখান থেকে তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ৫১ বছর।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে এই দুর্ঘটনাটি ঘটে।
সহকর্মীরা জানান, ঘটনার সময় পড়ে যাওয়ায় তিনি আদালতে বেঞ্চের সাথে ধাক্কা লেগে মাথায় রক্তাক্ত জখম হন। তাৎক্ষণিক আদালতে থাকা অন্য আইনজীবী ও সহকারীরা চাঁদপুুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আইনজীবী সমিতির নেতারা জানান, অসুস্থ অবস্থায় এই আইনজীবীকে হাসপাতালে নেয়া হলে হৃদরোগ বিভাগের চিকিৎসক মুনতাকিম হায়দার রুমি ও তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তাকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম মৃত ঘোষণা করেন।
চাঁদপুর জেলা জজ আদালতের পিপি কোহিনূর বেগম বলেন, আইনজীবী আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলার এডমিশন শুনানি করছিলেন। শুনানি করা অবস্থায় তিনি মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। সাথে সাথে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।
আইনজীবীর গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে। বাবা মৃত ইসমাইল হোসেন বেপারী।
জানা যায়, এই আইনজীবী ২০১০ সালে চাঁদপুুর আইনজীবী সমিতিতে যুক্ত হন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন