বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদাকে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো থেকে আলমাদাকে উড়িতে আনতে সমঝোতায় পৌঁছেছে দিয়েগো সিমিওনের দল।
সোশ্যাল মিডিয়ায় লা লিগা দল অ্যাতলেটিকো বলছে, আলমাদার ব্যাপারে বোতাফোগোর সঙ্গে আমরা ঐক্যমতে পৌঁছেছি। এখন মেডিকেল শেষে আলমাদা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন।
গত মৌসুমের দ্বিতীয়ার্ধটা লোনে ফ্রান্সের অলিম্পিক লিওঁতে কাটিয়েছেন ২৪ বছর বয়সী আলমাদা। সেখানে দুটি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। সবমিলিয়ে ক্লাবটির হয়ে খেলেছেন ২০টি ম্যাচ।
কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা আলমাদা দেশের হয়ে খেলেছেন ১০টি ম্যাচ। তাছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিকেও দলের হয়ে অংশ নেন তিনি।
স্থানীয় দল ভেলেজ সারসফিল্ডে খেলার সময় সবার নজরে আসেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এখানেই ২০১৮ সালে ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক তার। তার পর ২০২২ সালে মেজর লিগ সকারের দল আটলান্টাতে খেলেছেন। তার ফর্ম তাকে গত গ্রীষ্মে দলে টেনেছে বোতাফোগো। সেখানে ক্লাবটির হয়ে খেলেছেন ২৬ ম্যাচ। জিতেছেন ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেস। তারপর জানুয়ারিতে ধারে খেলতে চলে যান লিওঁতে।
বিডি প্রতিদিন/কেএ