চুয়াডাঙ্গায় পৃথক দুইটি হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—আলমডাঙ্গার স্বাধীন আলী (৩৪), আশিকুর রহমান আশিক ওরফে বাদশা (২৪) এবং জীবননগরের জমির উদ্দিন (৪৫)।
চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার জানান, ২০২২ সালের ১৬ জুন সকালে পূর্ব বিরোধের জেরে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে জমির উদ্দিন কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবলু রহমানকে। এ ঘটনায় নিহতের স্ত্রী চায়না খাতুন ওইদিনই জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জমির উদ্দিনকে। আদালত মামলার ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০২২ সালের ৯ মে রাতে স্বাধীন আলী ও আশিকুর রহমান আশিক ওরফে বাদশা কৌশলে জেহালা গ্রামের জাহান আলী মাস্টারের ছেলে কামাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রাস্তার পাশে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে কামাল হোসেন মারা যান।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী সেলিনা আক্তার আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে স্বাধীন আলী ও আশিকুর রহমান আশিকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয়কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কড়া নিরাপত্তায় আদালতের হেফাজতে নেওয়া হয়।
বিডি প্রতিদিন/জামশেদ