জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনের ফলে রাজস্ব আহরণে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা নিরূপণে ৯ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্যরা হলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলামকে আহ্বায়ক ও উপসচিব (প্রশাসন-১) কে সদস্য সচিব করে অর্থ, বাণিজ্য, শিল্প, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি এবং এনবিআর, বিজিএমই, এফবিসিসিআইয়ের একজন প্রতিনিধি।
কমিটিকে আন্দোলনের ফলে সরকারি রাজস্ব আহরণে কী ধরনের ব্যাঘাত ঘটেছে এবং এর ফলে সামগ্রিক অর্থনীতিতে কতটা প্রভাব পড়েছে, তার বিস্তারিত বিশ্লেষণ করে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিকে ৩০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত