জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের হলরুমে এ আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লক্ষ্মীপুরের শহীদ সাদ আল আফনানের মা নাছিমা আক্তার।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন আবু হাসান শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, ইসলামী আন্দোলনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, গণঅধিকার পরিষদের জেলা কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ, জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান সাবেরা আনোয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসাইন ও সদস্য সচিব শাহেদুর রহমান রাফি প্রমুখ।
আলোচনা সভায় অংশগ্রহণকরীরা শহীদদের স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এ সময় বক্তারা জুলাই শহীদদের স্মরণ করে স্মৃতিচারণ করেন। বক্তব্যকালে কান্নায় ভেঙে পড়েন লক্ষ্মীপুরের শহীদ সাদ আল আফনানের মা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জুলাই ঘোষণাপত্র ও সনদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। রাজনৈতিক নেতারা একে অপরের প্রতি কুৎসা ও বিদ্বেষ ছড়ানো বন্ধ করে সহাবস্থান সৃষ্টির আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ