কলাপাড়া উপজেলার একটি বাড়িতে ডাকাতির সময় নববধূকে পাশবিক নির্যাতন করেছে ডাকাতদল। উপজেলার বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ডাকাতদল ঘরে প্রবেশ করে সবাইকে একটি কক্ষে নিয়ে হাত-পা, চোখ-মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতরা অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাবি নিয়ে আলমারি ও শোকেস খুলে ১৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে। এ সময় এক নববধূকে অপর একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতন চালায়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন তালুকদার বলেন, ভুক্তভোগী নববধূর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার জবানবন্দি নেওয়া হবে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।