কম্বাইন্ড ইস্যু নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। গতকাল রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অবরুদ্ধ থাকা ভিসিসহ প্রায় ২২৭ শিক্ষক মুক্ত হন।
শিক্ষার্থীরা তাদের ওপর এ হামলার প্রতিবাদে হ্যালিপেডে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। বিভিন্ন হল থেকে তারা জব্বারের মোড়ে জড়ো হন। এ ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করে। রাত সাড়ে ৯টার দিকে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে সোমবার (আজ) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এর আগে কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির দাবিতে উপাচার্য (ভিসি) ও দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তালা ঝুলিয়ে দিলে শিক্ষকরা অবরুদ্ধ হন। শিক্ষার্থীরা‘এক পেশায় এক ডিগ্রি’ দাবিতে অনড় রয়েছেন। কর্তৃপক্ষ কম্বাইন্ড ডিগ্রি চালুর পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রিও রাখার সিদ্ধান্ত নিয়েছে; যা শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করেনি। ২৫ জুলাই থেকে তারা আন্দোলন করছেন। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রাণিবিজ্ঞান ও পশু চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাবুগঞ্জে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করেছে। সকাল থেকে ক্যাম্পাসের দুটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ও কম্পট্রোলার ভবন তালা দিয়ে শাটডাউন কর্মসূচি পালন শুরু করা হয়। এ ছাড়াও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ হিল কাফি বলেন, দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি-সংবলিত কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে। এতে দুটি পদে আবেদন করার সুযোগ থাকে। কিন্তু পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে সেই সুযোগ নেই। তাই কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ৩১ জুলাই থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন। এ ছাড়াও তাদের দাবি পূরণের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবং পবিপ্রবি উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু তারা কোনো সাড়া না দেওয়ায় ১০ দিন আগে ক্যাম্পাসের প্রশাসনিকসহ সব ভবনে তালা দেওয়া হয়েছে। বাধ্য হয়ে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের বিষয়টি সুষ্ঠু সমাধানে করণীয় সম্পর্কে সুপারিশের জন্য ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তাদের ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল।
শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ব্লকেড : কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ করে বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই ব্লকেড দেন শিক্ষার্থীরা। এতে আগারগাঁও এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর তারা ব্লকেড উঠিয়ে নেন। এর আগে গত বৃহস্পতিবারও ব্লকেড কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা জানান, তিন দফা দাবির মধ্যে রয়েছে-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা; নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা এবং কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা।