ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এক আসামিকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তদন্তের স্বার্থে আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার রাতে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাজেদুল ইসলাম সজল বলেন, ‘ডিএমপি ডিবির একটি দল ইটবাড়িয়া থেকে সোহাগ হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে।’
তিনি আরও বলেন, ‘তদন্তের স্বার্থে তার নাম ও অন্যান্য তথ্য এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।’
বিডি প্রতিদিন/জামশেদ