পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের আট সদস্যের প্রতিনিধিদল।
গতকাল রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রতিনিধিদল। এ সময় তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়ান ইয়েন ও দলের নেতা-কর্মীরা। বিমানবন্দরে সংবাদ সম্মেলনে সফরের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘সাংহাইয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, আরও অনেক কিছু জানতে চেয়েছেন। আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) দাওয়াতে আমরা চীনের সাংহাইতে যাই। ৩৫ বছরে চীন অনেক উন্নতি সাধন করেছে। তাদের উন্নয়নের দিকগুলো কীভাবে হয়েছে, তা বোঝার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাদের জাতি এবং আমাদের দল বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে কী করতে পারে সেগুলোও বোঝার চেষ্টা করেছি।’ এর আগে ১০ জুলাই রাতে প্রতিনিধিদল নিয়ে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওই রাতে ঢাকায় চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দলের শীর্ষ নেতারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ প্রতিনিধিদলকে বিদায় জানান।
ডিএমপির সঙ্গে জামায়াতের বৈঠক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আলোচনা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যান দলটির নেতারা। গতকাল দুপুরে ডিএমপি কার্যালয়ে যান তারা। অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করে জামায়াতের সাত সদস্যের প্রতিনিধিদল। ডিএমপির পক্ষ থেকে ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে অংশ নেন।
সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। জামায়াতের সমাবেশে ১০ লাখের বেশি নেতা-কর্মী অংশ নেবে বলে জানায় দলটি।
জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সমাবেশ সফল করতে লঞ্চ ও ট্রেন বাদ দিয়ে শুধু ১০ হাজার বাস ভাড়া করা হয়েছে। তিনি আশা করছেন সমাবেশে ১০ লক্ষাধিক নেতা-কর্মীর সমাগম ঘটবে। সার্বিক শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তায় থাকবে ৬ হাজার স্বেচ্ছাসেবক।