ইরানের কর্তৃপক্ষ ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী জাহাজ (ট্যাংকার) জব্দ করেছে। ওই জাহাজে ২০ লাখ লিটারের বেশি জ্বালানি ছিল। ইরানের দাবি, জাহাজটি জ্বালানি পাচার করছিল।
বুধবার (১৬ জুলাই) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, হরমুজগান প্রদেশের বিচার বিভাগের প্রধান মোজতবা গাহরেমানি এই তথ্য দিয়েছেন।
তিনি জানান, জাহাজটির কাগজপত্রে সমস্যা ছিল এবং তা যাচাই করতে গিয়েই পাচারের বিষয়টি ধরা পড়ে। তবে এখনো জাহাজটির কোন দেশের তা প্রকাশ করা হয়নি। কোথায় যাচ্ছিল তাও জানা যায়নি।
এই ঘটনায় জাহাজের ক্যাপ্টেনসহ ১৭ জন ক্রুকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
কর্তৃপক্ষ বলছে, তারা এখনও জ্বালানির পরিমাণ নিশ্চিত করা, কাগজপত্র যাচাই এবং নমুনা পরীক্ষা করার কাজ করছে। পুরো তদন্ত শেষ হলে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানানো হবে।
এটি ইরানে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জ্বালানি পাচার প্রতিরোধ অভিযান বলে মনে করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল