রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের আগলা গ্রামে ঘাসের ক্ষেত থেকে মো. আবরার (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক ডা. শওকত শরীফের ছেলে। পুলিশ জানিয়েছে, আবরারের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আবরার এলাকার দুই শিশুর সঙ্গে খেলছিল। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে ওই দুই শিশুকে জিজ্ঞাসাবাদ করলে তারা আবরারের অবস্থান সম্পর্কে তথ্য দেয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে আগলা গ্রামের মজাহারের বাড়ির পেছনের একটি ঘাসের জমি থেকে আবরারের লাশ উদ্ধার করা হয়। স্বজনরা তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদরী বলেন, ‘ঘাসের ক্ষেত থেকে উদ্ধার হওয়া শিশুটির লাশ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ১৩ ও ১৫ বছর বয়সী দুই শিশুকে থানায় নেওয়া হয়েছিল। তবে এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় বুধবার একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ