সাহসী সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৫তম শাহাদতবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (১৬ জুলাই) যশোরে পালিত হয়েছে। দিনের শুরুতে প্রেসক্লাব যশোরে স্থানীয় সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন। এরপর শহীদ শামছুর রহমান কেবলের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় যশোর প্রেসক্লাব ও জেলার দুই সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দুপুরে প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, একুশ বছর পার হলেও শামছুর রহমান কেবলের হত্যাকারীদের বিচার এখনও নিশ্চিত হয়নি। তারা বলেন, সাংবাদিক হত্যার মতো জঘন্য অপরাধের বিচার না হওয়া গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
যশোরের সাংবাদিক নেতৃবৃন্দ জানান, হত্যাকাণ্ডের দুই দশক পার হলেও মামলাটি উচ্চ আদালতে আইনি জটিলতায় আটকে আছে। নিহতের স্বজন ও সহকর্মীরা বহুবার মামলাটি সক্রিয় করার দাবি জানালেও এখনও কার্যকর কোনো অগ্রগতি হয়নি।
উল্লেখ্য, ২০০০ সালের ১৬ জুলাই রাতে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে কর্মরত অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংবাদিক শামছুর রহমান কেবল।
বিডি প্রতিদিন/জামশেদ