আসন্ন দিল্লি পৌরসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে গেছে। তবে, গত ফেব্রুয়ারি ও মার্চে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি কংগ্রেস। লাগাতার ব্যর্থতার জন্য বিরোধীরা এতদিন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধিকে দুষলেও, দলের শীর্ষ নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছিলেন। তবে এবার তার ব্যাতিক্রম ঘটল। রাহুলের বিরুদ্ধে এবার সুর চড়ালেন দলের বর্ষীয়ান নেতা মহাবল মিশ্র। পশ্চিম দিল্লির সাবেক সাংসদ তিনি। পৌরসভা ভোটে টিকিট বিতরণ দুর্নীতি নিয়ে তাঁকে ফোন করেছিলেন দলের সদস্য ব্রহ্মপ্রকাশ। তাঁর কাছেই অসন্তোষ প্রকাশ করেছেন। দু’জনের কথোপকথনের সেই অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে নজফগড়ের কাছে রনহোলার ১৯ নম্বর ওয়ার্ডে সুরেশ কুমারকে প্রার্থী ঘোষণা করায় রাহুলকে একহাত নিয়েছেন মিশ্র। বলেছেন, ‘সুরেশের ছেলে রাহুল গান্ধীর গাড়ির চালক। তাই ওঁকে টিকিট পাইয়ে দিয়েছেন সহ সভাপতি। যোগ্য প্রার্থীদের ছেড়ে এভাবে টিকিট বিতরণ করায় অত্যন্ত লজ্জিত বোধ করছি।
তিনি আরও বলেন, কিছু করার নেই। ওঁর মতের বিরুদ্ধে যাওয়ার উপায় নেই। রাহুলের ভুল নেতৃত্বের কারণেই আজ দলের এই হাল। দলের হয়ে প্রচার চালাতে আমার পছন্দের এক প্রার্থীকে টিকিট দিতে বলেছিলাম। তা মানা হয়নি। ভালই তো, রাহুল গান্ধি ও সুরেশ কুমার কীভাবে জিতে ফেরেন দেখি।’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিওটি নিয়ে মিশ্রর সঙ্গে যোগাযোগ করলে, অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, ‘খামোখা বদনাম করা হচ্ছে আমাকে। বিজেপি অথবা আপের লোকেরাই আমার গলা নকল করে ওই ভুয়া অডিও ছড়িয়েছে। আজকাল তো এমন ঘটনা হর হামেশাই করা যায়। অরবিন্দ কেজরিওয়াল এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলা নকল করেও কথা বলা যায়।’
তবে যে সুরেশ কুমারকে নিয়ে টানাপোড়েন, তাঁকে চেনেন বলে স্বীকার করেছেন মিশ্র। তাঁর দাবি সমর্থন করেছেন দিল্লি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জিও। তাঁর মতে, ‘পৌরসভা ভোট নিয়ে খুব ব্যস্ত। তাই মহাবল মিস্রর সঙ্গে কথা বলতে পারিনি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই অডিওটির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। মিশ্র এমন মন্তব্য করে থাকতে পারেন বলে নিশ্চিত নই।’
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে থেকেই কংগ্রেসের অন্দরে ভাঙন ধরেছে। মঙ্গলবার রাজকুমার গুপ্তাসহ দলের ২৪ জন বিধায়ক আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন। আপ থেকে বিতাড়িত যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণের নেতৃত্বাধীন স্বরাজ ইন্ডিয়ায় যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর অনন্ত গৌতম। সূত্র: আজকাল
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/মাহবুব