পথ দুর্ঘটনা এড়াতে হেলমেট পরে বাইক চালানো বাধ্যতামূলক করে দিয়েছে ভারতের কলকাতা রাজ্য সরকার৷ এবার সেলফি তোলা নিয়েও কড়া হচ্ছে সরকার৷ ভারতের কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি চালানোর সময় কিংবা রেললাইনের সামনে সেলফি তোলা নিয়ে বিধি-নিষেধ গড়ে তোলার চিন্তা করছেন পুলিশ কর্তারা। এমনকি আইন না মানলে জরিমানাও হতে পারে এবার৷
যেখানে-সেখানে দাঁড়িয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটা এখন প্রায় সমাজ জীবনের অঙ্গ৷ অনেকসময়ই এই সেলফি জীবনহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ সম্প্রতি লিলুয়ার কাছে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তোলার জেরে চার জনের মৃত্যু হয়। লাগাতার প্রচার চালিয়েও এসব বন্ধ করতে ব্যর্থ প্রশাসন৷ তাই এবার এই ব্যাপারে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিচ্ছে কলকাতা পুলিশ৷
ভিড় এড়াতে কয়েক বছর আগেই দুর্গাপুজোর সময় মণ্ডপের ভিতরে নিজস্বী তোলা বন্ধ করেছিল কলকাতা পুলিশ। কারণ, প্রতিমা দর্শনের সময় প্রতিমার সঙ্গে সেলফি তুলতে গিয়ে সময়ের হুঁশ থাকত না অনেকেরই। দেখা যাচ্ছে, এই হুঁশের অভাবেই অনেক সময় বড় বিপদ ঘটে যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ১৫ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত