চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে নৈশভোজে ডেজার্ট আস্বাদনের সময় সিরিয়ায় টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই জানিয়েছেন এ কথা।
ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাত্কারে ট্রাম্প অবলীলায় জানান, চিনপিংয়ের সম্মানে নৈশভোজের আস্বাদ গ্রহণ আর সিরিয়ায় ৫৯টি ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুমোদনের কাজ একসঙ্গে চালাচ্ছিলেন তিনি। গত বুধবার তার ওই সাক্ষাত্কার সম্প্রচার করা হয়।
সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, ‘আমরা সবে ডিনার শেষ করেছি। তখন আমরা ডেজার্ট খাচ্ছিলাম। আমাদের সামনে ছিল এ যাবত্কালের সবচেয়ে সুন্দর চকোলেট কেকের টুকরো। প্রেসিডেন্ট শিও সেটা উপভোগ করছিলেন। এমন সময় জেনারেলদের কাছ থেকে আমার কাছে মেসেজ এলো, জাহাজগুলো হামলার জন্য পুরোপুরি প্রস্তুত, আপনি কী করবেন? কাজটা করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত দৃঢ় ছিল। সুতরাং ক্ষেপণাস্ত্রগুলো রওনা হয়ে গেল। ’
‘আমরা এইমাত্র ৫৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছি’, ট্রাম্পের মুখে একথা শুনে ১০ সেকেন্ড চুপ করে ছিলেন শি। তারপর চীনের রাষ্ট্রপ্রধান বলেন, ‘কেউ যদি এতটা নিষ্ঠুর হয়ে থাকে আর শিশু-কিশোরদের ওপর (বিষাক্ত) গ্যাস প্রয়োগ করে, তবে (ক্ষেপণাস্ত্র হামলাটা) ঠিক আছে। ’ সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ