নাসার ছবিতে উঠে এলো রাতের ভারতবর্ষ। এর আগেও এ কাজ করেছিল নাসা। ২০১২ সালে মহাকাশ থেকে তোলা হয়েছিল গোটা পৃথিবীর ছবি। রাতের আলোকজ্জ্বল সে পৃথিবীতে আলাদা আলাদা করে ধরা পড়েছিল বিভিন্ন দেশে। সাধারণ মানুষের কৌতুহল নিবৃত্তির পাশাপাশি গবেষণার জন্যও বিশেষ প্রয়োজন ছিল এ ছবির।
এবার নতুন করে পাঠানো হল ছবি। ২০১৬ তে তোলা ভারতের সে ছবির সঙ্গে এ ছবির ফারাক অনেকটাই। আলোর তারতম্য চোখে পড়ার মতো। এই ছবি থেকে স্পষ্ট হয় কতটা বেড়েছে ভারতের বিভিন্ন প্রদেশের জনসংখ্যা। শহর কতটা বেড়েছে তা আলোর হেরফেরেই স্পষ্ট হয়। অন্যদিকে এ ছবি থেকেই আবহাওয়ার পূর্বাভাস বা প্রাকৃতিক বিপর্যয়ের আগাম অনুমান করার গবেষণা আরও উন্নত করতে পারেন বিজ্ঞানীরা।
নাসার বিজ্ঞানীরা চেষ্টা করছেন, যদি আরও ঘনঘন এ ধরনের ছবি পাঠানো যায় তাহলে এই গবেষণা আরও উন্নত হতে পারে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ