বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের নজর যখন উত্তর কোরিয়ার দিকে, তেমনই সময় আমেরিকাকে উস্কানিমূলক কোনও পদক্ষেপ না নিতে সতর্ক করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সরাসরি হুমকি দিয়ে কিম জানালেন, “পাল্টা পরমাণু হামলার জন্য প্রস্তুত”। আজ শনিবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন জং-আন।
আর তার এই বক্তব্য এল এমনই এক সময় যখন উত্তর কোরিয়া নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সামরিক কর্মকর্তা চো রেয়ং-হায়ে বলেছেন, “যে কোনো পরমাণু হামলার বিপরীতে আমরা আমাদের নিজস্ব কায়দায় পাল্টা পরমাণু আঘাত করবার জন্য প্রস্তুত”।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই, নিজেদের সামরিক শক্তি তুলে ধরার সুযোগটিকে কাজে লাগালেন কিম জং আন। শনিবার পিয়ং ইয়ং-এ কুচকাওয়াজে ট্যাংক এবং অন্যান্য সামরিক সরঞ্জামের বড় ধরনের প্রদর্শনী করা হয় নিজেদের বর্তমান সামরিক শক্তি তুলে ধরবার জন্য। ওই সামরিক প্রদর্শনীতে সাবমেরিন থেকে উৎক্ষেপণ-যোগ্য ব্যালাস্টিক মিসাইল প্রথমবারের মত জনসমক্ষে তুলে ধরা হয়। বিশ্বের যে কোনও জায়গায় লক্ষ্যবস্তুকে টার্গেট করার উদ্দেশ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার সম্ভব।
এদিকে কোরিয়ার যে উপদ্বীপে পরমাণু পরীক্ষা চালানোর কথা বলা হচ্ছে সেখানে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। এমন প্রেক্ষাপটে শুক্রবার চিনের পক্ষ থেকে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর ‘যুদ্ধ’ লেগে গেলে কোনও পক্ষই তাতে জয়ী হবে না বলেও উল্লেখ করেছেন চীনের বিদেশমন্ত্রী।
বিডি প্রতিদিন/ ১৫ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত