পাকিস্তানের সঙ্গে সমুদ্রসীমার নিরাপত্তা নিয়ে পূর্বনির্ধারিত সংলাপটি স্থগিত করেছে ভারত। গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের ফাঁসির দণ্ডের প্রতিবাদেই পূর্বনির্ধারিত এ সংলাপ স্থগিত করেছে ভারত।
আগামী ১৬ -১৯ এপ্রিল পাকিস্তানের ম্যারিটাইম সিকিউরিটি এজেন্সির (এমএসএ) একটি প্রতিনিধি দলের দিল্লি সফরের কথা ছিল। এসময় দুপক্ষের সমুদ্রসীমা নিরাপত্তা নিয়ে বৈঠকের সূচি নির্ধারিত ছিল। বৈঠকে গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা ও বিপদ থেকে উদ্ধার প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
ভারতীয় কোস্টগার্ডের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানি প্রতিনিধি দলের সদস্যদের ভিসা প্রদানে সুপারিশ করেনি। তাই আপাতত স্থগিত হয়ে গেছে এ বিষয়ক সংলাপ। তবে সংলাপ স্থগিতের বিষয়ে ভারত কিংবা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।
গত ১০ এপ্রিল ভারতীয় নৌবাহিনীর সাবেক এক কর্মকর্তা কুলভূষণকে ফাঁসির দণ্ডাদেশ দেয় পাকিস্তানের সামরিক আদালত। তার বিরুদ্ধে করাচি ও বেলুচিস্তানে গুপ্তচরবৃত্তি ও নাশকতার চেষ্টার অভিযোগ ছিল। গত বছরের ৩ মার্চ পাকিস্তানের বেলুচিস্তানের মাশকেল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেশটির মতে, তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
তবে ভারতীয় কতৃপক্ষ এ দাবি অস্বীকার করেছে। দেশটির মতে, কুলভূষন নৌবাহিনী থেকে অবসরের পরে ব্যবসা করতেন। সেই সূত্রে তিনি বিভিন্ন দেশে যাতায়াত করতেন। একই কারণে পাকিস্তানেও গিয়েছিলেন। কুলভূষনের ফাঁসির ইস্যুতে পাক-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছে। পার্লামেন্টের ভাষণে এ ফাঁসির নিন্দা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ
সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়া টুডে