টিভি সিরিয়াল দেখে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে সাত বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকে।
পুলিশ জানিয়েছ, গত ১১ নভেম্বর দেবনগর জেলার হরিহর শহরে ঘটনাটি ঘটলেও, তা প্রকাশ্যে আসে আজ বুধবার।
জানা গেছে, 'নান্দিন্দি' নামে একটি টিভি শো দেখছিল প্রার্থনা নামে মেয়েটি। সেখানে, অন্যতম চরিত্র নিজের গায়ে আগুন লাগিয়ে তা নেভানোর চেষ্টা করেন।
সিরিয়ালে এই দৃশ্য দেখার পর সাত বছরের শিশুটি নিজের গায়ে আগুন দেয়। পরে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই মারা যায় স্থানীয় কনভেন্ট স্কুলে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া প্রার্থনা।
সিরিয়াল দেখে কোনও কিছুতে প্রভাবিত হয়েছিল প্রার্থনা, নাকি স্রেফ মজা করার জন্য এই পদক্ষেপ সে নিয়েছে, তা খতিয়ে দেখছে ভারতীয় পুলিশ। সূত্র: এবিপি আনন্দ।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/আরাফাত