আমেরিকা ভিত্তিক সংবাদ মাধ্যম কেবল নিউজ নেটওয়ার্ককে (সিএনএন) বয়কটের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্সের একটি টুইট রি টুইট করে ট্রাম্প লিখেন, আমাদের উচিৎ সিএনএসের ভুল সংবাদ বর্জন করা। তাদের সংবাদ আমাদের সময় অপচয় করছে।
টুইটে ‘হোয়াইট হাউজের বড় দিনের আয়োজন বয়কট করছে সিএনএন’এমন সংবাদের লিঙ্ক পোস্ট করেন সারা। সেসময় ব্যাঙ্গ করে তিনি লিখেন, বড়দিন দ্রুত চলে এসেছে! অবশেষে গুড সিএনএনের পক্ষ থেকে সুসংবাদ।
এর আগে গত রবিবার টুইটার পোস্টে ট্রাম্প বলেন, ‘সিএনএন এর চেয়ে ফক্স নিউজ আমেরিকার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সিএনএন ইন্টারন্যাশনাল এখন পর্যন্ত ভুয়া খবর ছড়িয়ে যাচ্ছে। বিশ্ব তাদের কাছ থেকে সত্যিকারের সংবাদ পাচ্ছে না। তারা আমাদের দেশকে দুর্বলভাবে বিশ্ব দরবারে তুলে ধরছে।’
প্রেসিডেন্টের সমালোচনার পাল্টা উত্তরে সিএনএন টুইট বার্তায় জানায়, ‘আমেরিকাকে বিশ্ব দরবারে তুলে ধরা সিএনএনএর কাজ নয়, এটি আপনার দায়িত্ব। আমাদের কাজ খবরের প্রতিবেদন তৈরি করা।’
উল্লেখ্য, সিএনএনের সঙ্গে নির্বাচনী প্রচারকাল থেকে ট্রাম্পের দ্বন্দ্ব। এছাড়া, ট্রাম্প প্রশাসন এটিঅ্যান্ডটি কর্তৃপক্ষের সঙ্গে লড়ছে যাতে সিএনএনের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টাইম ওয়ার্নারে সঙ্গে এটিঅ্যান্ডটি কোনো চুক্তি না করতে পারে।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ