আবারও আফগানিস্তানের কান্দাহারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাড়ি লক্ষ্য করে এ বোমা বিস্ফোরণে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।
কান্দাহার পুলিশের মুখপাত্র জিয়া দুররানী বলেন, “বুধবার সন্ধ্যায় একটি প্রত্যন্ত জেলায় এই বিস্ফোরণ ঘটানো হয়। এসময় আট জন নিহত ও দুই জন আহত হন।’’ নিহতদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন।
এর আগে গত ১৯ অক্টোবর, আফগানিস্তানের কান্দাহারে সেনা ক্যাম্পে তালিবান হামলায় অন্তত ৪১ সেনার মৃত্যু হয়। দুটি গাড়িতে আত্মঘাতী হামলা চালানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি ওই হামলার নিন্দা জানান।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ