ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন রান্ডি জাকারবার্গ বিমানের মধ্যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন।
আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে মেক্সিকোর মাজাটলানে যাওয়ার সময় এ ঘটনা শিকার হন বলে ফেসবুকে জানিয়েছেন তিনি।
তাঁর অভিযোগ, বিমানে তাঁর পাশের যাত্রী টানা নেশা করতে থাকেন, সঙ্গে চলতে থাকে অশ্লীল মন্তব্য। এমনকী যে সহকর্মীর সঙ্গে জাকারবার্গের বোন সফর করছিলেন, তার সঙ্গে তার সম্পর্ক নিয়েও বাজে মন্তব্য করেন। পাশাপাশি অন্য নারী সহযাত্রীদের শরীর নিয়ে বারবার আপত্তিকর মন্তব্য করেন।
পরে এটা নিয়ে বিমান কর্মীদের কাছে অভিযোগ করেন রান্ডি জাকারবার্গ। কিন্তু বিষয়টা হালকাভাবে নিয়ে তাঁকে অন্য সিটে উঠে যাওয়ার পরামর্শ দেন তারা। তাই করছিলেন রান্ডি জুাকারবার্গ।কিন্তু তখনই তাঁর মনে হয়, তিনি কেন সরবেন! তিনিই তো নিগ্রহের শিকার।
এদিকে, এ ঘটনার পর বিমান সংস্থার পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু করছেন। বিমান সংস্থার পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার জন্য রান্ডি জাকারবার্গ তাদের ধন্যবাদ জানান।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৭/মাহবুব