ট্রাম্পের জামাতা জারেড কুশনারই জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা মাইকেল ফ্লিনকে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলেন। শুধু তাই নয়, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অন্য সদস্যদের সঙ্গেও যোগাযোগের নির্দেশ দেন কুশনার।
সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শনিবার এ খবর প্রকাশ করেছে। ইসরায়েলের বসতি স্থাপনের বিষয়ে আনা একটি প্রস্তাবের বিষয়ে নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের সঙ্গে যোগাযোগের নির্দেশটি দিয়েছিলেন কুশনার। ওই প্রস্তাবটি পিছিয়ে দেয়ার উদ্দেশ্যেই এমন পদক্ষেপটি নেয়া হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করলে কুশনারের অ্যাটর্নি সিএনএনকে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শুক্রবার আদালতে শুনানির সময় কুশনারকে ট্রাম্প টিমের 'খুব গুরুত্বপূর্ণ/প্রভাবশালী সদস্য' বলে অভিহিত করেন ফ্লিন। এসময় মার্কিন নির্বাচনে রাশিয়ার আঁতাত নিয়ে এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ার বিষয়টিও স্বীকার করে নেন।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা