সর্বশেষ দূরপাল্লার পরীক্ষায় সাফল্য পেয়েছে উত্তর কোরিয়া। আর এ খুশিতে দেশটিতে উৎসব পালিত হয়েছে। দেশটির জনগণ সরকারি স্কয়ারে নেচে-গেয়ে এবং আতশবাজি ফুটিয়ে গণ-উৎসব পালন করেছে। শনিবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানায়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবার যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে, তার আওতায় সম্পূর্ণ যুক্তরাষ্ট্র রয়েছে। ফলে উত্তর কোরিয়া এখন নিজ দেশ থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাণ্ডব চালাতে পারবে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সরকারি সংবাদপত্র রোডং সিনমুন তাদের প্রথম পাতায় এ উৎসবের রঙিন ছবিসহ খবর ছেপেছে। এতে হাজার হাজার সৈন্য ও জনতাকে পিয়ংইয়ংয়ের কিম ইল-সুং স্কয়ারে সমবেত হয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করতে দেখা যাচ্ছে।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৭/হিমেল