এবার অত্যাধুনিক প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে ইরান! সম্প্রতি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, যুদ্ধ ও প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে আমরা ভালো অবস্থানে রয়েছি। এখন ভারী যুদ্ধবিমান তৈরির কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
ভারী যুদ্ধবিমানের ডিজাইনের কাজ চলছে বলেও তিনি জানান। হেলিকপ্টার ও যুদ্ধবিমান আমদানি করার পরিকল্পনা রয়েছে কী-না জানতে চাইলে তিনি জানান, ইরানের তৈরি সরঞ্জাম দিয়েই আমাদের চাহিদা মিটে যায়। এরপরও প্রয়োজন হলে বিদেশিদের সক্ষমতা কাজে লাগানো হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক অভিযোগের জবাবে জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে অভিযোগ আরোপের জন্য যে কোনো সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে। আমরাও বিষয়টিকে হালকা করে দেখছিনা।
বিডি প্রতিদিন/এ মজুমদার