সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে অন্তত ১৩ জন নিহত ও আরও অন্তত ৫৩ জন আহত হয়েছেন। শনিবার বোর্নোর বিউ শহরের একটি বাজারে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা রয়টার্স'র।
স্থানীয় সম্প্রদায়ের নেতা আলিয়ু ইদ্রিসা জানিয়েছেন, ত্রাণ কর্মীরা বোকো হারামের সঙ্গে আট বছর ধরে চলা সংঘাতে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে খাবার বিতরণের সময় বিস্ফোরণগুলো ঘটানো হয়।
এ ঘটনায় দুই বোমারুও নিহত হয়েছেন বলে জানিয়েছেন বোর্নো পুলিশের মুখপাত্র ভিক্টর ইসুকু।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম