২০১৮ সালে পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন ভারতের মুম্বাই হামলার প্রধান কারিগর হাফিজ সাঈদ।
শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জামাত প্রধান দাবি করেন, আগামী নির্বাচনে মিল্লি মুসলিম লীগের প্রার্থী হিসেবে তাকে দেখা যাবে। তবে এদিন, কোন নির্বাচনী কেন্দ্র থেকে সে লড়াই করবে তা ঘোষণা করেনি।
কারাগারে থেকেই গত অগাস্টে নতুন দলের নাম ঘোষণা করে সাঈদ। মিল্লি মুসলিম লিগ নামে ওই দলের প্রধান এখন জামাতের পুরনো নেতা সাইফুল্লাহ খালিদ।
উল্লেখ্য, জঙ্গি কার্যকলাপের অভিযোগে গৃহবন্দি হাফিজকে সম্প্রতি মুক্তি দিয়েছে পাক আদালত। মুক্তি পেয়েই তার দাবি, ‘সরকার গত ১০ মাস আমাকে আটকে রেখেছিল শুধুমাত্র কাশ্মীরের স্বাধীণতার পক্ষে কথা বলার জন্য। গোটা পাকিস্তান থেকে আমি লোক জোগাড় করে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে দাঁড়াব।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন